পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত রহস্যজনক নিখোঁজের ১১ দিন পরে চার ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার সকালে ঢাকা দারুসালাম থানা পুলিশের সহযোগিতায় মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বাধীন টিম ওই এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করে রাতে মঠবাড়িয়া থানায় হাজির করেন।
উদ্ধারকৃত ছাত্রীরা হলো— মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও উপজেলার সবুজ নগর গ্রামের গণি মাঝির মেয়ে লিপি আক্তার, একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও সবুজ নগর গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে আমেনা আক্তার, মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ও মঠবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ড এর বায়জিদ আহম্মেদের মেয়ে ফারিয়া সিদ্দিকা এবং গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও দক্ষিণ গুলিসাখালী গ্রামের সাহাদাৎ মোল্লার মেয়ে মাহাফুজা আক্তার।
গত ৩০ এপ্রিল সকালে বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয় ওই চার ছাত্রী। এ ঘটনায় মাঠবাড়িয়া থানায় ওই ছাত্রীর অভিভাবকরা পৃথক-পৃথক জিডি করেছিলেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, চার শিক্ষার্থী পরিবারের কাছে ফিরে যেতে আস্বীকৃতি জনালে শুক্রবার (১২ মে) আদালতের মাধ্যমে তাদের শোধনাগারে প্রেরণ করা হয়েছে।
টিএইচ